সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবে রেলওয়ের সহকারী বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে রেলওয়ের সহকারী বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ 

কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে শরীফুজ্জামান শরীফ নামে এক ব্যক্তি টিকেট চেয়ে না পাওয়ায় আরাফাত নামে একজন সহকারী বুকিং ক্লার্ককে কাউন্টারের ভিতরে ঢুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি ভৈরব পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করেন রেলওয়ে কতৃপক্ষ। 

গত বৃহস্পতিবার ভৈরব রেলওয়ে টিকেট কাউন্টারে এ ঘটনা ঘটে। আহত সহকারী বুকিং ক্লার্ককে সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় তিন ঘণ্টা কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী আরাফাত জানান, শরীফুজ্জামান শরীফ ফোন করে বলেন ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি টিকেট রাখতে। সাড়ে চারটার দিকে কাউন্টারে এসে টিকেট চাইলে একটি টিকেট ম্যানেজ করে দেয়। দুই টিকেট দিতে না পারায় কাউন্টারে ঢুকার জন্য চাবি চায়। আমি গেট খুলে দিলে সে আমাকে পা দিয়ে লাথি দেয় এবং শরীরের বিভিন্নস্থানে কিল ঘুষি দেয়। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে রেলওয়ে থানায় অভিযোগ দিয়েছি।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, আহত বুকিং ক্লার্ককে চিকিৎসা দেয়া হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের কথা জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুজ্জামান শরীফ মারধরের ঘটনা অস্বীকার করেন। তবে টিকেট না পাওয়াতে বুকিং ক্লার্ককের সাথে বাগবিতণ্ডা হয়েছে বলে জানান।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার জানান, মারধরের ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ